দেশের সন্তানদের শিক্ষাদানে এবং অনগ্রসরতা দূরীকরণে ঐতিহ্যবাহী বারাসাতের কোলাহল মুক্ত দক্ষিণপাড়া রথতলায় শান্ত ও সুন্দর পরিবেশে ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রটিষ্ঠিত হয়।প্রতিকূল পরিবেশ ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে এবং বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বিদ্যালয়টি ধীরে ধীরে অগ্রসর হয়ে চলেছে।পরিচালন সমিতির সুযোগ্য তত্ত্বাবধান ও অক্লান্ত পরিশ্রমে এবং স্থানীয় শিক্ষানুরাগী ,শুভানুধ্যায়ী অভিভাবক-অভিভাবিকাদের অকৃপণ দাক্ষিণ্য,অনুপ্রেরণা শিক্ষা সচেতনটাকে পাথেয় করে বিদ্যালয়ের ঐতিহ্যকে অটুট রাখতে দৃঢ় প্রতিঞ্জ আমরা। বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত সকলের কর্ম প্রচেষ্টায় বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ১৯৯৯ সালে কলা বিভাগ এবং বিঞ্জান বিভাগ চালু করার স্বীকৃতি লাভ করেছে।