From the Head Of Institution Desk

শিক্ষার সর্বাঙ্গীণ উন্নতিকল্পে ছাত্রীদের সুকুমার বৃত্তিগুলির বিকাশ সাধন করে, তাদের মধ্যে চারিত্রিক শৃঙ্খলা এনে, প্রকৃত শিক্ষাদান করাই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। বস্তুতঃ “বিদ্যালয় হল মানুষ গড়ার কারখানা” – এ আদর্শকে সামনে রেখেই বিদ্যালয় ছাত্রীদের পঠন-পাঠন এর উপর গুরুত্ব দিয়েছে। নৈতিক চরিত্র গড়ার মধ্য দিয়ে প্রতিটি ছাত্রীকে ভবিষ্যতের সুনাগরিক গড়ে তুলতে সাহায্য করছে বিদ্যালয়, সেই শুরু থেকে বিদ্যলয় এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে। বেশ কিছু ছাত্রী বিদ্যালয়ের শেষ পরীক্ষায় কৃতিত্ব দেখাতে সমর্থ হয়েছে। ছাত্রীদের খেলা-ধুলার প্রতিও বিদ্যালয় দৃষ্টি রেখেছে। পঠন-পাঠন ও খেলা-ধুলা দুটি’ই ছাত্রীদের কাছে অপরিহার্য, একটি আর একটির পরিপূরক। মানসিক উন্মেষের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন চারিত্রিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা, স্বাস্থ্যের শ্রীবৃদ্ধির বিকাশ সম্ভব এবং এগুলি খেলা-ধুলার মাধ্যমেই সম্ভব। ছাত্রীদের স্বাস্থ্যের প্রতিও বিদ্যাপীঠ দৃষ্টি রেখেছে। আমরা যখন আমাদের 100-তম বর্ষের দিকে এগোচ্ছি, তখন স্কুলটিকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করার জন্য, পরিপূর্ণতা দানের জন্য আমরা অনলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক অটুট রাখার জন্যও বদ্ধপরিকর। সর্বোপরি আমরা আমাদের সকল শিক্ষার্থীকে আমন্ত্রন জানাই, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার জন্য।

SASWATI GOSWAMI , HEADMISTRESS, ADARSHA BALIKA SIKSHAYATAN