হরি নারায়ন ওঁ সিংহ স্কুল জিয়াগঞ্জ মুর্শিদাবাদ মিউজিয়াম তৎকালীন রায় বাহাদুর সিংহ জমিদার পুত্র পূর্ণেন্দু নারায়ণ রায় ভ্রাতা ভগিনী জামাতা হরি নারায়ন ওঁ সিংহ স্কুল নামে প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।। অত্র স্কুলে ১৯১৫ সালের জুলাই মাসে আমি ডাঃ দেব আনন্দ সরকার জেলা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সম্পদ রাজ্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রধান শিক্ষক ও চেয়ারম্যান মনিটরিং কমিটি গঠন ও যোগদান করি। ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও মিড ডে মিল কমিটির সদস্য করেন।১০ই আগষ্ট ২০২০ বি এর আর ও দ্বারা সভাপতির নামে রেকর্ড করাই নির্দেশে। হরি নারায়ন ওঁ সম্ভবামি যুগে যুগে হরেকৃষ্ণ হরে রাম রাম নারায়ণ রাম।।