মাজদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালের ১২ - ই জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। যে দিনটিতে জন্মে ছিলেন স্বামী বিবেকানন্দ। প্রথম অবস্থায় বিদ্যালয়ের পঠণ পাঠণের কার্য হত পার্শ্ববর্তী মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ে। তখন বিদ্যালয়ের সময় ছিল প্রাতঃকালীন।
বিদ্যালয়ের নিজস্ব কোন জমি না থাকায় তৎকালীন কয়েক জন শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তির সহায়তায় মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের জমি থেকে আমাদের বিদ্যালয় স্থাপনের জন্য জমি দান করা হয়। এরপর বিদ্যালয় গৃহ নির্মাণের জন্য বহু মানুষ অর্থ সাহায্য করেন ও বিদ্যালয় গৃহ নির্মাণ করা হয়।
প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় বহু কৃতী ছাত্রছাত্রী আজ নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করেছেন । আগামীতে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের ও অভিভাবকদের এবং সর্বোপরি সরকারের সহযোগিতায় আমাদের বিদ্যালয় দেশ জোড়া খ্যাতি অর্জন করবে এই আশা রাখি।