এই বিদ্যালয়টি গোবিন্দপুর বিবেকানন্দনগর গ্রামের কিছু যুবক এর অক্লান্ত পরিশ্রম এর ফলে ১৯৫৪ সালে প্রাথমিক বিদ্যালয় রুপে প্রতিষ্ঠিত হয়। গ্রামের অনেক মানুষ এই বিদ্যালয়ের জন্য জমি দিয়ে ছিলেন এবং কিছু মানুষ আর্থিক সাহায্য করেছিলেন। গ্রামের কিছু যুবক বিনা বেতনে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করাতেন আজ বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেখান কার জায়গাটা খুব নিচু ছিল বর্ষায় জল জমতো, গ্রামের মানুষজন মাথায় করে মাটি এনে জায়গাটিকে ধীরে ধীরে উচু করে তোলে । সেদিনের সেই প্রাথমিক বিদ্যালয় কালক্রমে জুনিয়রহাই, হাই, হয়ে আজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে আজ আর গ্রামের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ার জন্য শান্তিপুর শহরে যেতে হয়না।এমনকি শান্তিপুর শহর থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।