নগরউখড়া উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষাজগতে বিশিষ্ট স্হান করে নিয়েছে নিজস্ব কৃতিত্বে। ১৯৫৩ সালে ৫ম ও৬ষ্ঠ শ্রেণীসহ যে বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল ১৯৬২ সালে তা মাধ্যমিক স্তরে এবং ২০০০ সালে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়। বিদ্যালয় সম্পর্কে বলতে গেলেই যাদের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তাঁরা আজ আমাদের ছেড়ে বহু দূরে। তাঁদের গড়ে তোলা ইতিহাস আজও জীবন্ত।