জনকল্যাণ জি এস এফ পি বিদ্যালয় -১১-০২১৯৫২ সালে স্থাপিত হয় । বিদ্যালয়টি বীরনগর চক্রের অন্তর্গত । শহরের নাম - তাহেরপুর ,পোষ্ট অপিস তাহেরপুর(৭৪১১৫৯) ,থানা তাহেরপুর ।বিদ্যালয়টিতে তাহেরপুর নোটিফায়েড এর অধীনে নিয়মমাফিক ভাবে মধ্যাহ্নকালীন আহার প্রকল্প পরিচালিত হয় ।
বর্তমান শিক্ষক শিক্ষিকা দের মধ্যে ২০০২ সালে প্রতিম বনিক মহাশয় , সহকারী শিক্ষক পদে বিদ্যালয়ে যোগদান করেন । তখন প্রধান শিক্ষক ছিলেন শ্রীমতি যমুনা প্রামানিক মহাশয়া । পরবর্তী স্ম্যে ২০১০ সালে সুতপা হালসানা (রজারিও) এবং রাখী ভট্টা চারজ্জি সহকারী শিক্ষিকা - পদে যোগদান ক্রেন।
বর্তমানে বিদ্যালয়ে এক জন শিক্ষক ও দুই জন শিক্ষিকা আছেন । ২০১৯ শিক্ষা বর্ষে বিদ্যালয়ে ....... জন ছাত্র ছাত্রী ছিল । ২০২০ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ...... জন ছাত্র ছাত্রী আছে ।
বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা আছে ।প্রতি শ্রেণীতে ফ্যান ও পর্যাপ্ত পরিমাণে আলোর জন্য লাইটের ব্যবস্থা আছে । ছাত্র -ছাত্রীদের হাত ধোওয়ার জলের জন্য ট্যাপ কলের ব্যবস্থা আছে । মধ্যাহ্নকালীন আহার প্রকল্পের রান্নার জন্য LPG কানেকশন চালু আছে ।মেধার দিক থেকে পিছিয়ে পরা ছাত্র-ছাত্রীদের প্রতি শনিবার বিশেষ ভাবে শেখানো হয় ।
অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, স্থানিয় প্রশাসন ,অভিভাবক, ও শিক্ষানুরাগী মানুষ দের সহযোগিতা ও প্রেরণাতে বিদ্যালয়টি সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে ।