History

বারাকপুর গার্লস হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমায় এক সুবিদিত শিক্ষা প্রতিষ্ঠান। 1946 সালে স্থানীয় কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির নিরলস প্রচেষ্টা ও সহৃদয়তা এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। এই প্রতিষ্ঠানের  অগ্রগতির পিছনে এই অঞ্চলের সাধারণ মানুষ  , অভিভাবকদের, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। 

1946 সালের 12ই আগস্ট বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। 1948 সালে এই বিদ্যালয় মাধ্যমিক স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করে। 1957 সালে এই বিদ্যালয় বহুমুখী উচ্চতর বিদ্যালয় রূপে পরিচিত হয়।

এই বিদ্যালয়ের খ্যাতি আজ বহুদূর প্রসারিত হয়েছে। দমদম থেকে নৈহাটি পর্যন্ত সুবিস্তৃত অঞ্চলের অভিভাবকরা এই বিদ্যালয়ে মেয়েদের পড়াতে আগ্রহী। 

1996 এ সুবর্ণজয়ন্তী, 2006 এ হীরকজয়ন্তী  উদযাপনের পরে এই বিদ্যালয় 2021 এ প্লাটিনাম জয়ন্তী উদযাপনের পথে। 

 

 

 

 

 

The School is situated in the year 1946 and started working on 12th August of that year, just one year before Independence.