History
হাওড়া জেলার নিশ্চিন্দা গ্রামের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়। শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্র নাথ সরকার মহাশয় ১৯৫১ সালে বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন।প্রথমে জুনিয়র হাইস্কুল,১৯৫৭-য় মাধ্যমিক এবং ১৯৬২ সালে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয় এই বিদ্যালয়।বর্তমানে বিদ্যালয়ের ছাত্রসংখ্যা ১১০০-র কাছাকাছি।বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৪৩টি।আছে বিদ্যালয় লাইব্রেরি, উন্নতমানের ল্যাবরেটরি ও কম্পিউটার রুম।একটি স্মার্ট ক্লাসরুমও আছে।স্কাউট প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। উচ্চ-মাধ্যমিকে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে পড়ানো হয়। ছাত্রদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য নিয়মিত অভিভাবক/অভিভাবিকাদের সঙ্গে পঠন-পাঠন বিষয়ে মত বিনিময় করা হয়।মিড-ডে-মিলের সুচারু ব্যবস্থা রয়েছে।ছাত্র-শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মিদের নিয়ে বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়ের পরিবার।তার একটাই লক্ষ ছাত্রসমাজের শিক্ষা ও সংস্কৃতির সর্বাবয়ব বিকাশ।