History

শিবপুর দীনবন্ধু  ইনস্টিটিউশন (ব্রাঞ্চ) স্কুল টি দেখতে দেখতে  63 বছর পেরিয়ে এসেছে অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে আজ ও শিবপুর অঞ্চলে স্কুলটি শ্রেষ্ঠতর দাবি করে কত ঘটনা প্রাক্তন হয়েছে কিন্তু স্কুল কখনো প্রাক্তন হয় না আজও এই স্কুল জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে

আমাদের বিদ্যালয় 2018 সালে সদর সাউথ সার্কেলে নির্মল বিদ্যালয় প্রথম স্থান পেয়েছে এটি আমাদের গৌরবের কথা আমাদের বিদ্যালয় 2018 তে সদর সাউথের সাউথ সার্কেলে আঁকা প্রতিযোগিতায় রাজ্য স্তরের অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিভাগে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় আমাদের ছাত্র দ্বিতীয় পুরস্কার পেয়েছে এগুলি ও আমাদের কাছে গৌরব

2019 এ মাধ্যমিক পরীক্ষায় হান্ডেট পার্সেন্ট ছাত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 95 পার্সেন্ট ছাত্র পাস করেছে

হাওড়া জেলার শিবপুর অঞ্চলে ডক্টর দীনবন্ধু  মুখোপাধ্যায় ছিলেন দিনের বন্ধু এই মানুষটির জন্ম 850 খ্রিস্টাব্দে 13 ডিসেম্বর দীনবন্ধু ইনস্টিটিউশন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য করেন সমাজের বৃহত্তর সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা করতেন  919 খ্রিস্টাব্দে 15 ই ফেব্রুয়ারি দীনবন্ধু মুখোপাধ্যায় পরলোকগমন করেন

পরবর্তীকালে শিবপুর  দীনবন্ধু ইনস্টিটিউশন  বিদ্যালয়টি দুটি ভাগ হয় একটি পুর শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন অপরটি স্পেশাল ব্রাঞ্চ নামে প্রতিষ্ঠা পায় এই স্কুলে আছে চারটি উন্নত বৃক্ষ নাগার যেমন পদার্থবিদ্যা রসায়ন জীব বিদ্যা এবং গুগোল এছাড়াও আছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার অসীম চর্চা জিম পড়াশোনা সং শরীরচর্চা দিকেও আমাদের সমান গুরুত্ব আছে বিদ্যালয়ের স্কাউট বিভাগেও যথেষ্ট কৃতিত্বের অধিকারী বিগত বছরগুলোর মতো পরবর্তী প্রতি বছরে সংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় পত্রিকা প্রকাশ প্রকাশিত হবে আমাদের একটি স্বতন্ত্র গ্রন্থাগার আছে এই গ্রন্থাগারে আছে অনেক দুষ্প্রাপ্য বই 2018 সালে এই স্কুলে এডুকেশন চালু হয়েছে এখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এখানে ছাত্র ছাত্রী ও শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক এবং স্থানীয় অধিবাসীবৃন্দ সর্বাধিক আছে সহযোগিতা আছে এছাড়াও আছে অভিভাবক অভিভাবিকা দের সচেতনতা এইভাবে আগামী দিনগুলি সকলের সহযোগিতায় উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে এই কাম্য না করি ধন্যবাদান্তে আশীষ কুমার সাউ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবপুর দীনবন্ধু (ব্রাঞ্চ)