History

চিকলি গুড়ি হাই স্কুলের ফিরে দেখা
 
পশ্চিমবঙ্গের উত্তর দিগন্তের সবুজের ঘেরাটোপে বর্ণময় জলপাইগুড়ি দ্বিধাবিভক্ত 20তম জেলার আত্মপ্রকাশ আলিপুরদুয়ার (2014 এর 25 শে জুন) জেলার উত্তরে পর্বতময ভুটান, পূর্বে অসম রাজ্য, পশ্চিমে দ্বিখণ্ডিত জেলা জলপাইগুড়ি এবং দক্ষিনে ঐতিহ্যবাহী রাজার জেলা কোচবিহার। আলিপুরদুয়ার জেলার 2নং ব্লকের অন্তর্গত পারোকাটা গ্রামপঞ্চায়েতের পশ্চিম দিকে  অবস্থিত সর্ব ধর্ম সমন্বিত মানুষের বাস এই চিকলি গুড়ি গ্রাম । এরই মনি কোঠায় অবস্থিত এই চিকলি গুড়ি হাই স্কুল। আলিপুরদুয়ার থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে উক্ত গ্রামের শ্রদ্ধেয শিক্ষানুরাগী সকলের অক্লান্ত প্রচেষ্টায় 1967 সালে চিকলি গুড়ি জুনিয়ার   হাই স্কুল স্থাপিত হয়। তারপর বিদ্যালয়টি ধীরে ধীরে এগোতে থাকে এবং বেশ কয়েক বছর এভাবে কেটে গেলে, 01/01/1974 তারিখে বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি অনুমোদন পায়। এর কয়েক বছর পরে 1992 সালে নবম ও পরের বছর দশম শ্রেণী পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ  কর্তৃক বিদ্যালয়টি অনুমোদন পায় । এবং এর পরেও বিদ্যালয়টির কলেবর বাড়তে থাকে 2010 সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক সংসদ, বিদ্যালয়টি অনুমোদন দেয়। এবং বিদ্যালয়টি উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়।
বর্তমানে চিকলি গুড়ি হাই স্কুলের ছাত্র ছত্রী সংখ্যা 1300 এর উপর।
 
এ ছাড়া বিদ্যালয়ের পাশ দিয়ে আলিপুরদুয়ার-কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক চলে গেছে ফলে এখনকার যোগযোগ ব্যবস্থা বেশ ভালো। সড়কের দুধারে বেড়ে উঠেছে প্রচুর গাছ। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া রায়ডাক নদী এখনকার প্রাকৃতিক সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দিয়েছে, যা প্রকৃতি প্রেমিক মানুষকে আকৃষ্ট করে।