বিদ্যালয়ের ইতিহাস
পূর্বে বিদ্যালয়টি গান্ধীট্রাস্টিবোর্ড দ্বারাপরিচালিত হতো।১৯৭২ সালে এটি সরকারি অনুমোদনপায়। বর্তমানে বিদ্যালয়ে ১৫০ জন ছাত্রছাত্রীএবং ৫জন শিক্ষক-শিক্ষিকা পঠন-পাঠনের কাজে নিযুক্ত। বিদ্যালয়ে দারিদ্র্যতার ছাপ এখনো রয়েছে। তা সত্ত্বেও প্রতিবছর বিদ্যালয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।এছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কাজকর্ম (ডেঙ্গু অভিযান, কুসংস্কার বিরুদ্ধে অভিযান ইত্যাদি) করে থাকে।আমাদের এই বিদ্যালয়ের সৃষ্টিলগ্নে প্রধান শিক্ষকহিসেবে নিযুক্ত ছিলেন গনেশশ্যাম দাস। এর পরে যথাক্রমে অসীম ভট্টাচা, দিলীপরাহা প্রধানশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ২০০৯ সাল থেকে প্রনব বিশ্বাস প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ৪ জন সহশিক্ষক রূপনারায়ন হঁাসদা, অরুপ কুমার সরকার,সুশান্ত বারিক এবং অপর্না নন্দী তালুকদার কর্মরত রয়েছেন।