এতদ্বারা বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে , সরকারী নির্দেশে সপ্তম দফায় মিড ডে মিলের ২ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ টি সাবান এবং ১ টি মাস্ক কেবলমাত্র অভিভাবকদের হাতে আগামী ০৭/১০/২০২০, ০৮/১০/২০২০, ০৯/১০/২০২০, ও ১০/১০/২০২০ [ বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত ] তুলে দেওয়া হবে। নবম ও দশম শ্রেণির ছাত্রদের অভিভাকদের জানানো যাচ্ছে যে, তাদের জন্যও একটি করে মাস্ক ঐ দিনগুলিতে দেওয়া হবে।
কোনো অবস্থাতেই ছাত্রদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসবেন না। অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা মাস্ক দিয়ে মুখ ঢেকে আসবেন ও একটি করে ব্যাগ ও কলম সঙ্গে আনবেন এবং দূরত্বের নিয়ম মেনে চলবেন।