সকল অভিভাবক অভিভাবিকাগণদের জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশ মোতাবেক অক্টোবর, 2020 মাসের MDM এর খাদ্য সামগ্রী ও সাবান আগামী 12 ই অক্টোবর সোমবার বিতরণ করা হবে। সকলকে মাস্ক পড়ে আসতে হবে এবং দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে হবে।
--প্রধান শিক্ষক--