বিজ্ঞপ্তি
সেপ্টেম্বর মাসের বরাদ্দ মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে নিম্নলিখিত সূচি অনুযায়ী।
* 08.09.2020 (মঙ্গলবার )
পঞ্চম শ্রেণী-- 11.30 -- 01.30
ষষ্ঠ শ্রেণী -- 01.30 -- 03.30
* 09.09.2020 ( বুধবার )
সপ্তম শ্রেণী -- 11.30 -- 01.30
অষ্টম শ্রেণী -- 01.30 -- 03.30
** 10.09.2020 (বৃহস্পতিবার )
যাঁরা ঐ দুই দিন সংগ্রহ করতে পারবেন না, শুধুমাত্র তাঁরা আসবেন।
সময়- 11.30 -- 01.30
## অভিভাবক/ অভিভাবিকা আসবেন, ছাত্ররা কোন অবস্থাতেই বিদ্যালয়ে আসবে না।
## দিনপঞ্জি / আই কার্ড এবং ব্যাগ আনতে হবে।
## মাস্ক পরে আসতে হবে এবং শারীরিক দূরত্ব বিধি ও অন্যান্য কোভিড নিয়মাবলী মেনে চলতে হবে।