Notice / Assignment


...

  জাতীয় সঙ্গীত

জন গন মন আধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা ।

পাঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ

বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ 

তব শুভ নামে জাগে,  তব শুভ আশিস মাগে,

গাহে তব জয় গাথা।

জন গন  মঙ্গল দায়ক  জয় হে, ভারত ভাগ্য বিধাতা ।

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

 

স্বাস্থ্য বিধান গান

রোগ নয় নয় , ব্যাধি নয় নয় , স্বাস্থ্য চাই শান্তি চাই

সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।

তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার

ধ্বংস হোক সব জীবাণু,  স্তব্ধ হোক হাহাকার।

পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই

সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।

দয়া নয় করুণা নয় , চাই না কোন সান্ত্বনা

ঝঞ্ঝা ভয় করবো জয় চাই অনুপ্রেরণা।

রোগ মৃত্যুকে রুখতে চাই, স্বাস্থ্য বিধান মেনে ভাই

সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।