রোগ নয় নয় , ব্যাধি নয় নয় , স্বাস্থ্য চাই শান্তি চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।
তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার
ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার।
পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।
দয়া নয় করুণা নয় , চাই না কোন সান্ত্বনা
ঝঞ্ঝা ভয় করবো জয় চাই অনুপ্রেরণা।
রোগ নয় নয় , ব্যাধি নয় নয় , স্বাস্থ্য চাই শান্তি চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।
তত্ত্ব নয়, গল্প নয়, চাই রোগের প্রতিকার
ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার।
পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই
সব প্রাণে, সব মনে, শুরু হোক বাঁচার লড়াই ।
দয়া নয় করুণা নয় , চাই না কোন সান্ত্বনা
ঝঞ্ঝা ভয় করবো জয় চাই অনুপ্রেরণা।