JITPUR MISSION JR HIGH SCHOOL
আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসকের 24 অগস্ট , 2020 তারিখের নির্দেশ মত
বিদ্যালয় থেকে 2 কেজি চাল এবং 1কেজি আলু , 1 কেজি ছোলা ও একটি সাবান স্কুলের পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির এর ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকা দের বিতরণের সময়সূচী:*
সময় = সকাল 11 টা থেকে 3 টা।
1) 07/09/2020= V,VI ,VII & VIII
2) 08/09/2020
ও 09/09/2020 -কোন ছাত্র ছাত্রীর অভিভাবক যদি নির্দিষ্ট দিনে আসতে না পারে তাহলে এই দুই দিন তাদেরকে চাল ও আলু বিতরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্য:
১)ছাত্রছাত্রীরা এ সময়ে বিদ্যালয় আসবে না। একমাত্র তাদের অভিভাবক অভিভাবিকারাই এক্ষেত্রে স্কুলে আসবেন।
২) প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকাদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
৩) অভিভাবকদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনে কমপক্ষে 4/5 ফিট অন্তর দাঁড়াতে হবে।
৪)বিদ্যালয়ে জল এবং সাবান এর ব্যবস্থা থাকবে ,সেই অনুসারে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
ধন্যবদান্তে,
সৌমিত্র মণ্ডল
ভারপ্রাপ্ত শিক্ষক
জিতপুর মিশন জুনিয়র হাই স্কুল