Notice / Assignment








...

Admission notice (class - v)


...

CLASS XI REGISTRATION 


...

আমার প্রিয় ছাত্ররা,  আগামী ৮ ই সেপ্টেম্বর ক্লাস ফাইভ, ৯ই সেপ্টম্বর ক্লাস সিক্স, 10 ই সেপ্টেম্বর ক্লাস সেভেন এবং 14 ই সেপ্টেম্বর ক্লাস এইট এর মিড ডে মিলের বিভিন্ন জিনিসপত্র দেওয়া হবে। সুতরাং আমাদের গলসী হাইস্কুলের ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত  যে সমস্ত ছাত্র আছে  তাদেরকে বলা হচ্ছে যে, অন্যান্যবারের মতো এবারও যেন  তাদের গার্জেনরা এসে ওই সমস্ত জিনিসপত্র নিয়ে যান। কোন ভাবেই তোমরা নিজেরা বা তোমাদের ছোট দাদা, বোন বা দিদি ওদেরকে পাঠাবে না। স্টুডেন্টদের স্কুলের ভেতরে একদমই ঢুকতে দেওয়া হবে না গার্জেনদেরকেই আসতে হবে। এছাড়াও স্কুল থেকে বিভিন্ন স্কলারশিপ এর ফর্ম ফিলাপ হবে এবং রিনুয়াল হবে, তার জন্য প্রয়োজন ছাত্র-ছাত্রীদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস্। তাই তোমাদের গার্জেনরা স্কুলে যখন মিড ডে মিল এর জিনিসপত্র নিতে আসবে তখন সঙ্গে করে যেন তোমাদের আধার কার্ডের জেরক্স এবং তাদের ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতাটির জেরক্স করে নিয়ে আসেন এবং সেই জেরক্স এর উপর তার ক্লাস এবং রোল নাম্বার লিখে সৌমেন স্যারের কাছে জমা দেন।  মিড-ডে-মিল দেওয়ার এই খবরটা তোমাদের জানা বন্ধুবান্ধব, ভাই বা দাদা দের জানিয়ে দাও।                                                             

এইচ ও আই, গলসী হাইস্কুল



...

  Class XII book distribution