OAISIS 2020
এতদ্বারা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর SC ও ST ছাত্র / ছাত্রীর অভিভাবকদের জানানো যাচ্ছে ; যে সমস্ত SC/ST ছাত্র /ছাত্রী স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করেছিলে তাদের হার্ড কপি টা আগামী মঙ্গলবার (25-28.08.2020)তারিখে স্কুলের অফিসে জমা দিয়ে যাবেন । আর যারা অনলাইনে আবেদন এখনও করে নি ; তারা অবিলম্বে অনলাইনে আবেদন করে স্কুলে অভিভাবকরাই জমা দিয়ে যাবেন। অবশ্যই অভিভাবকরা মাক্স পড়ে আসবেন। আবেদন পত্র জমা নেওয়ার সময় বেলা 11.00 am থেকে 2.00 pm পর্যন্ত।