Our Campus

 দমদম বিবেকানন্দ বিদ্যালয় দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্ভুক্ত ২৪ নং ওয়ার্ডের একমাত্র সরকার পোষিত উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের পরিবেশ খোলামেলা,  আলোবাতাসপূর্ণ এবং দূষণহীন।বিদ্যালয়ের দুটি ভবনই পাকা এবং উঁচু প্রাচীরযুক্ত। প্রবেশদ্বার পেরিয়েই আছে বিস্তৃত উঠোন,যেখানে শিক্ষার্থীরা প্রার্থনার জন্য সমবেত হয়। খেলার ক্লাসে তারা এখানেই শরীর চর্চা করে।উঠোনের চারিদিকে আছে গাছপালার প্রাচুর্য, যা শিক্ষার্থীদের হাতেই সযত্ন-লালিত। তাছাড়া তারা নিজস্ব উদ্যোগে স্কুলের ছাদে জৈব চাষও করে। বিদ্যালয়ের বড় হল ঘরটিতে সারা বছর নানা অনুষ্ঠানাদি চলে। এমনকি সেখানে বইমেলা, আনন্দমেলা(শিক্ষার্থীদেরনিজ-হাতে-তৈরি জিনিসের প্রদর্শনী)র আয়োজন করা হয়। সৌর বিদ্যুতের সু-ব্যবস্থা সারাবছর বিদ্যালয়ের বিদ্যুতের চাহিদার জোগান দেয়।এছাড়া আছে পর্যাপ্ত কম্পিউটার সেট সম্বলিত কম্পিউটার কক্ষ (প্রোজেক্টর এর সুবিধাযুক্ত)।