স্বামিজীর আশীর্বাদে; প্রকৃতির কোলে আমাদের এই বিদ্যালয়ে অপরূপ মনোরম হৃদয় গ্রাহী পঠন পাঠনের পরিবেশ আছে। যোগ্য শিক্ষক- শিক্ষিকার স্নেহে আমাদের বিদ্যালয়ে সহৃদয় মজবুত শিক্ষক- শিক্ষার্থী সম্পর্ক গড়ে উঠেছে।আমাদের বিদ্যালয় রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়, তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন (No- 6929 Pro- 1017 dt- 28/11/1941) পায়। ০১/০১/১৯৪২ সাল থেকে অনুমোদিত বিদ্যালয়ের পথ চলা শুরু। স্থানীয় সম্পন্ন বদান্য দত্ত পরিবার, কুন্ডু পরিবার, দাশগুপ্ত পরিবারের দানে বিদ্যালয় প্রাঙ্গন, বাগান, social forest, খেলার মাঠ, হোস্টেল(SC,ST), সহ ১১ একরেরও বেসি জায়গা নিয়ে গড়ে উঠেছে আমাদের বিদ্যালয়।বিদ্যালয় প্রাঙ্গন টি ডাঃ দামোদর দাশগুপ্ত (প্রতিষ্ঠাতা) ও স্থানীয় ব্যক্তি দের উদ্যোগে ও দানে বর্তমানে তিনটি দ্বিতল শ্রেণী ভবন ও একটি ছাত্রাবাস বিশিষ্ট।