প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রার্থনায় উপস্থিত থাকা বাধ্যতামূলক (বোর্ড ও সংসদের নিয়ম অনুযায়ী)।
সমস্ত ছাত্র-ছাত্রীদের সোম থেকে বৃহস্পতিবার সকাল ১০-৩০টা থেকে ৪-৩০, শুক্রবার ১০-৩০টা থেকে ৪-১৫ এবং শনিবার ১০-৩০টা থেকে ২-০০টা পর্যন্ত মাদ্রাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৭৫ শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক, নইলে নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিটি ছাত্র-ছাত্রীকে মাদ্রাসার শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে।
~ আবেদন ~
প্রত্যেক অভিভাবকের নিকট আমাদের অনুরোধ তারা যেন তাদের শিশুর পড়াশোনা ও স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হোন এবং মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রেখে তাদের শিশুর মানোন্নয়নের ব্যাপারে সচেষ্ট হন।