নিয়মাবলী
১। প্রতিদিন বিদ্যালয় শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে প্রার্থনা সভায় সকলকে অবশ্যই যােগদান করতে হবে।
২। ক্লাস শুরু হওয়ার পর শ্রেণি শিক্ষক/প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত বিদ্যালয় পরিত্যাগ করা যাবে না।
৩। বিদ্যালয়ে মােবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ।
৪। বিদ্যালয়ের শান্ত পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদা বজায় রাখতে হবে।
৫। বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পরিধান করতেই হবে।
(ক) ছাত্রদের (পঞ্চম হইতে অষ্টম শ্রেণি)- নেভি-ব্লু প্যান্ট ও সাদা জামা।
(খ) ছাত্রীদের (পঞ্চম হইতে অষ্টম শ্রেণি)—নেভি-ব্লু-স্কার্ট ও সাদা জামা। এবং (নবম হইতে দশম শ্রেণি)—নীল পাড় সাদা শাড়ী ও সাদা জামা কিংবা সাদা সালােয়ার কামিজ।
৬। ছাত্র-ছাত্রীদের নিয়ম শৃঙ্খলা পালনে এবং পড়াশুনায় মনােযােগী হতে হবে।
৭। ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করতে হবে এবং অনুপস্থিতির পর অভিভাবক/ অভিভাবিকার চিঠি ছাড়া বিদ্যালয়ে যােগদান করা যাবে না। শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণে বছরে সর্বাধিক ২০ দিন অনুপস্থিত অনুমােদন করা হবে। তারপর প্রতিদিন ছুটির জন্য ৫ টাকা জরিমানা করা হবে।
৮। মাধ্যমিক পরীক্ষায় ও বিদ্যালয়ের সকল পরীক্ষায় বসার জন্য ৭০ শতাংশ উপস্থিতি অবশ্যই প্রয়ােজন।
৯। বিদ্যালয়ের সকল সহ-শিক্ষামূলক অনুষ্ঠান এবং প্রতিটি পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে হবে।
১০। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা এবং বিদ্যালয়ের স্বার্থের পক্ষে ক্ষতিকর কাজ করা শাস্তিযােগ্য অপরাধ বলে বিবেচিত হবে।।
১১। ট্রান্সফার কিংবা কোন গুরত্বপূর্ণ সার্টিফিকেট পাওয়ার জন্য অন্তত দুদিন পূর্বে অভিভাবকের আবেদনপত্র প্রয়ােজন।
১২। বিদ্যালয়ের বার্ষিক ফি Re-admission-এর সঙ্গে সঙ্গে পরিশােধ করতে হবে।।
১৩। নবম ও দশম শ্রণীর ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্ক বাধ্যতামূলক।
১৪। ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল খাওয়া বাধ্যতামূলক।
১৫। বিদ্যালয়ে Identity Card নিয়ে আসা বাধ্যতামূলক।
১৬। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয় প্রধানের অনুমতি ছাড়া বিদ্যালয়ের বাইরে যাওয়া যাবে না।
১৭। বিদ্যালয়ে ছাত্র সুলভ চুল কেটে আসতে হবে।