Rules & Regulations

১. ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরে স্কুলে আসতে হবে ।

২. নিয়মিত নির্ধারিত সময়ে আসতে হবে এবং বিদ্যালয় ছুটির আগে বাড়ী যেতে হলে তা পরবর্তী পর্বের শিক্ষক মহাশয়ের নিকট ছুটি নিয়ে বিদ্যালয় থেকে যেতে হবে ।

৩. অকারনে বিদ্যালয়ে অনুপস্থিত হওয়া যাবে না।

৪. শরীর খারাপ বা অন্য কারনে বিদ্যালয়ে অনুপস্থিত হলে তার কারন দেখিয়ে প্রধান শিক্ষক, অথবা শ্রেণি শিক্ষকে দরখাস্ত দিতে হবে।

৫. বিদ্যালয়ের প্রার্থনা সভায় অবশ্যই উপস্থিত থাকতে হবে।

৬. ক্লাসে কোনরূপ গোলমাল করা চলবে না। কেবলমাত্র টিফিনের সময় ছাড়া ক্লাসের বাইরে বেরানো চলবে না। অহেতুক বিদ্যালয় চত্বরে সাইকেল চালানো চলবে না।

৭. পাঠাগারের পুস্তক নিলে তা যথাসময়ে ফেরৎ দিতে হবে।

৮. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মোট কর্মদিবসের শতকরা ৭৫ দিন উপস্থিত থাকতে হবে।

৯. উপস্থিতির হার  সর্বোচ্চ বিবেচনার শ্রেণি ভিত্তিতে শ্রেণি ভিত্তিক পুরষ্কার দেওয়া হবে।

১০. বিদ্যালয় বা অফিসের যে কোন কাজে বিদ্যালয়ের পোষাক পরে আসা জরুরী।

১১. সর্বদা Dustbin ব্যবহার করতে হবে।যত্রতত্র ময়লা-অর্বজনা ফেলা চলবে না ।

১২. বিদ্যালয়ে বিশেষ প্রয়োজনে জরুরী ভিত্তিতে অনুপস্থিতি বা অন্যান্য কারনে অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে।

১৩. নির্দিষ্ট সম​য়ে Project Notebook জমা করতে হবে।