১। প্রতিদিন প্রার্থনা সভার আগে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে।
২। স্বল্পকালীন অনুপস্থিতির জন্য উপযুক্ত কারন সহ অভিভাবক বিদ্যালয়ের ডায়েরিতে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করে দেবেন।
৩। দীর্ঘকালীন অনুপস্থিতির জন্য ডাক্তারি সার্টিফিকেট সহ চিঠি দিয়ে অভিভাবক বিদ্যালয়ে প্রধানকে অবশ্যই যথাসময়ে জানাবেন।
৪। বিদ্যালয়ের ইউনিফর্ম, ব্যাজ পরিধান করতে হবে। শীতকালে ছাত্রীদের সবুজ রঙের সোয়েটার পরে আসতে হবে।
৫। পঞ্চম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছাত্রীদের প্রত্যহ মিড-ডে-মিলে অংশ গ্রহন বাধ্যতামূলক।
৬। ছাত্রীদের দৈনন্দিন রুটিন অনুযায়ী খাতা ও বই আনার অভ্যাস করতে হবে।
৭। কেডস পরে আসতে হবে এবং সাদা সবুজ ফিতে দিয়ে চুল বেঁধে আসতে হবে।