Rules & Regulations

বিদ্যালয় ও শ্রেণিকক্ষের নিয়মাবলি

 ১. শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে সকলকে শান্ত হয়ে বসতে হবে, পড়াশুনা আরম্ভ হওয়ার উপযুক্ত পরিবেশ রচনার দায়িত্ব ছাত্রদের।

২. ছাত্র সমাবেশের পর প্রত্যেক ছাত্রকে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। বিলম্বে আগত ছাত্রকে শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।

৩. শ্রেণিকক্ষের দরজার সামনে দাঁড়ানাে বা বাইরে এসে বারান্দায় ঘােরাঘুরি করা নিষিদ্ধ ও দণ্ডনীয়।

৪. দ্বিতীয় ও ষ্ঠ ঘণ্টায় শিক্ষক মহাশয়ের অনুমতিক্রমে একজন মাত্র ছাত্র শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে।

৫. বিশ্রাম ঘণ্টার সমাপ্তিজ্ঞাপক প্রথম ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে প্রত্যেক ছাত্রকে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে এবং শান্তভাবে নিজ আসনে বসতে হবে।

৬. বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেক ছাত্রের দায়িত্ব। শ্রেণিকক্ষে আসবাবপত্র নিজ গৃহের আসবাবের মতাে রক্ষা করতে হবে। কোন আসবাব নষ্ট করলে বা ভাঙলে শ্রেণির সমস্ত ছাত্রকে দায়ী করা হবে।

৭. বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ প্রয়ােজন হলে কোনও ছাত্র শুধু প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অনুমতিক্রমে বিদ্যালয়ের সীমানার বাইরে যেতে পারবে।

৮, প্রত্যেক ছাত্রকে প্রতি পিরিয়ডের পঠনীয় বিষয়ের পুস্তকাদি সহ বিদ্যালয়ে। আসতে হবে। ছাত্রগণ কেবলমাত্র শ্রেণিপাঠ্য বা বিদ্যালয় গ্রন্থাগারের বই সঙ্গে আনতে পারবে।

৯. সাইকেলে চেপে বিদ্যালয় প্রাঙ্গণ ঢাকা যাবে না।

১০. বিদ্যালয় সম্মুখস্থ মাঠে সাইকেল চালানাে যাবে না।

১১. প্রত্যেক ছাত্রকে নিজ নিজ সাইকেল, কেবলমাত্র সাইকেল শেডে রাখতে বলা হচ্ছে। অন্যত্র সাইকেল রাখা বানিয়ে নয়।

১২. সুশৃঙ্খলভাবে সাইকেল রাখতে হবে।

১৩. সুশৃঙ্খলভাবে শেডে রাখা সাইকেল অবশ্যই চাবি দিতে হবে। সাইকেল বা তার যন্ত্রাংশ চুরি গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায় গ্রহণ করবে না।

১৪. বিদ্যালয় প্রাঙ্গণে কোন প্রকার নােংরা বা অপরিচ্ছন্ন কোন কিছু ফেলা যাবে না।

১৫. বিদ্যালয়ের নিয়ম ও শৃঙ্খলাভঙ্গকারী ছাত্রকে অপরাধের গুরুত্ব অনুসারে দণ্ড গ্রহণ করতে হবে।

১৬. টিফিনের সময় (Recess) কোন ছাত্র বিদ্যালয়ের সীমার বাইরে যেতে পারবে না।

১৭. ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। যদি দেখা যায় কোন কারণ ছাড়া কোন ছাত্র ক্রমান্বয়ে অনুপস্থিত হচ্ছে তাহলে ওই ছাত্রকে পর্যায়ক্রমিক বার্ষিক/নির্বাচনী পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হবে না। এর জন্যে আলাদা করে আর অভিভাবককে জানানাে হবে না।

১৮. সাক্ষাৎপ্রার্থী আর বাইক নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ না করতে অনুরােধ জানানাে হচ্ছে।

১৯. বিদ্যালয়ে মোবাইল আনা দণ্ডনীয় অপরাধ। পরীক্ষার হল-এ মোবাইল নিয়ে কেউ প্রবেশ করলে কিংবা অসাধু উপায় অবলম্বন করলে তার সমস্ত পরীক্ষাই বাতিল করা হবে।

২০. Recess-এর সময়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্ররা ভালাে করে হাত পরিষ্কার করে সারিবদ্ধভাবে Mid-day meal নেবে এবং খাওয়ার পর class-এ যাবে।

২১. Mid-day meal-এর অতিরিক্ত খাদ্য Toilet-এ কিংবা যেখানে সেখানে ফেলবে না। এতে শুধু Toilet অপরিচ্ছন্ন হয় তা নয়, পয়ঃপ্রণালী বন্ধ হয়ে যায় যা ছাত্র স্বাস্থ্যের পরিপন্থী।