Admissions
বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ
- ১)বিদ্যালয়ের নিয়মানুযায়ী ভর্ত্তি হতে হবে।
- ২)Transfer Certificate (TC) ছাড়া ভর্ত্তি করা হয় না।
- ৩)প্রথম ভর্ত্তির ক্ষেত্রে জন্ম তারিখের শংসাপত্র ও সর্বশেষ বিদ্যালয়ের শংসাপত্র লাগবে।
- ৪)প্রথম ভর্ত্তির ক্ষেত্রে অভিভাবকের ভোটার আই ডি /আধার কার্ড লাগবে।