নোটিশ...10/08/20......06:21 p.m.
১) আগামীকাল (11/08/20) স্কুল বন্ধ থাকবে।
২) 12/08/20...বুধবার :-
★সপ্তম ও অষ্টম শ্রেণীর মিড-ডে-মিল
★দশম শ্রেণীর যেসব ছাত্রের অভিভাবক আজ তাদের সন্তানের রেজিস্ট্রেশন চেক করার জন্য আসতে পারেননি, তাঁরা আর শেষ এইদিন সুযোগ পাবেন।
★ যেসব ছাত্র-ছাত্রী এবছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় সফল হলে তাদের বাংলার শিক্ষা পোর্টাল-র স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে অভিভাবকদের হাতে। এই সার্টিফিকেট নেওয়ার সময় original মার্কশিট দেখাতে হবে এবং ক্লাস XII এর সরকারি বাংলা বই জমা দিতে হবে। CC ও SPECIAL ছাত্র-ছাত্রীরা অফলাইনে স্কুল লিভিং সার্টিফিকেট পাবে। এই দায়িত্বে থাকবেন হেমলাল স্যার। মনে রাখতে হবে, কোনো ভাবেই দ্বিতীয়বারের জন্য স্কুল লিভিং দেওয়া হবে না।
৩) 13/08/20...বৃহস্পতিবার :-
★যাঁরা এইমাসে 10 ও 12 তারিখ মিড ডে মিল সংগ্রহ করতে পারেননি, তাঁরা এইদিনে আসবেন।
★অন্য স্কুলের যেসব ছাত্র-ছাত্রী আমাদের স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হবার জন্য ফর্ম জমা দিয়েছিলে, তাদের merit list প্রকাশ হবে।
৪) ★◆★দ্বাদশ শ্রেণীতে ভর্তি★◆★:-
★17/08/20...সোমবার ক্লাস XI বিজ্ঞান বিভাগ
★18/08/20...মঙ্গলবার ক্লাস XI আর্টস গার্লস
★19/08/20...বুধবার ক্লাস XI আর্টস বয়েজ
সবক্ষেত্রে সময় সকাল ১১:৩০।
◆◆সবক্ষেত্রে অভিভাবক স্কুলে আসবেন।◆◆
আরও একটি কথা জানুন, বাংলার শিক্ষা পোর্টাল activity task এর প্রশ্নের উত্তর স্কুলে জমা নেওয়া এখন হচ্ছে না। তাই অযথা স্কুলে এসে ভিড় বাড়াবেন না। যখন জমা নেওয়া হবে, তখন নির্দিষ্ট সময়ে নোটিশ করা হবে।
তথ্য সবাইকে জানিয়ে দেবার জন্য অনুরোধ রইলো।