¤ শনিবার বাদে স্কুল চলাকালে সারা বছরে যে কোনও সময় ভর্ত্তি চলে ¤ তবে ভর্ত্তির সেরা সময় বছরের শুরুতে, জানুয়ারী মাসে ¤ ভর্ত্তির আগে ভর্ত্তির আবেদন পত্র নিয়ে পরিষ্কার ও স্পষ্ট লেখায় সঠিকভাবে ভরে স্কুলের অফিসে শনিবার বাদে, যে কোনও কাজের দিনে জমা দিতে হবে ভর্ত্তির আবেদন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে জুড়ে দেবেন - উপযুক্ত প্রমাণপত্রের জেরক্স (ফটোকপি) করে তাতে আপনার সই করবেন (self attested) অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট/স্ট্যাম্প ফটো আলাদা করে (আবেদন পত্রের সাথে, কিন্তু না সেঁটে) * ভর্ত্তির সময় প্রমাণপত্রের আসলগুলি দেখানোর পর অবশ্যই নিজের হেফাজতে নিয়ে নিতে ভুলবেন না