ছাত্র জীবন জীবনের গুরুত্বপূর্ণ ধাপ । একজন ছাত্র বা ছাত্রীর মনুষ্যত্বের বিকাশ সাধনই হল আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য । উরজাহাজের যেমন পাইলট থাকে , নৌকার যেমন মাঝি থাকে, বিদ্যালয়ে তেমনি প্রধান শিক্ষকের অনস্বীকার্য । শিক্ষার মূল সূত্রটি আজও এক সুত্রে বাঁধা । বিনয় , ভক্তি ও পরিশ্রম ছাড়া শিক্ষা গ্রহন কখনই সম্পূর্ণ হয়না । শিক্ষার্থী সমাজকে বালব শিক্ষা শুধুমাত্র অনুকরন যোগ্য বিষয় নয়। শিক্ষার্থী সমাজের প্রতি আমার একটি সুপরামর্শ , গুরুকে কখনও অবজ্ঞা করিওনা। অভিভাবক সমাজের প্রতি আমার বার্তা - সহজ , সরল ও স্বাভাবিক ছন্দে শিশুকে বেড়ে উঠতে সাহায্য করুন । তাকে আগলে রাখুন । তার সমস্যা গুলি বোঝার চেষ্টা করুন। তাকে স্নেহ ভালবাসা দিন। তার সাথে বন্ধু সুলভ আচরণ করুন। এ ভাবেই আজকের শিশু আগামী দিনে দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। তার হাত ধরেই আমাদের দেশ অনেক এগিয়ে যাবে ।