আমাদের বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা ১৮-০৭-১৯৫৫ থেকে অনুমোদন প্রাপ্ত। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মধ্যমগ্রাম পূর্ব চক্র তথা মধ্যমগ্রাম পূর্ব চক্র সম্পদ কেন্দ্রের নিয়ন্ত্রাধীন ও বারাসাত ২ নং উন্নয়ন ব্লকের অন্তর্গত কীর্তিপুর ১ নং অঞ্চলে স্থিত বাদা সানবেড়িয়া গ্রামে অবস্থিত। অতি প্রাচীন (স্থাপিত সাল ১৯৫৫), ঐতিহ্যবাহী, সহশিক্ষামূলক দিবা বিভাগের বাংলা মাধ্যম প্রাথমিক বিদ্যালয় , ১৮ই জুলাই দিনটিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের মর্যাদা দেওয়া হয় । বর্তমান ২০২০ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৭৩ জন । ছাত্র ছাত্রীরা প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় অঞ্চলকে ভ্রাতা-ভগ্নীর সম্পর্কের পূর্ণ পরিবেশে মুখর করে তোলে। বর্তমানে বিদ্যালয়ে ৪ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত। শিক্ষক-শিক্ষিকাগন আধুনিক মন বিজ্ঞান সম্মত পরিবেশে পাঠ্যদান প্রক্রিয়া সম্পাদন করেন। তাই আমরা বিশ্বাস করি ছাত্র-ছাত্রীদের মানসিক উৎকর্ষ অন্যান্য অনেক বিদ্যালয় থেকে অনেক উন্নত। |