History

ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অধীন খড়্গ্রাম থানার নদীবিধৌত রাঢ় জনপদের উর্বর ভুমিতে আধুনিক শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়ার ঈর্ষণীয়  ধারক পুরাপাড়া উচ্চ মাধ্যামিক বিদ্যালয়। এতদঞ্চলের শিক্ষা, সাংস্কৃতি ও মানবতার  কিংবদন্তি প্রান পুরুষ  চোধুরি হোসেন রেজা মহাশয়ের অনলস শ্রম, নিষ্ঠা, সৃষ্টিশীল ভাবনা এবং সর্বোপরি  উন্নত ও প্রগতিশীল ধ্যান ধারণায় পুষ্ট এই বিদ্যায়তন গ্রামীন শিক্ষা, সাংস্কৃতির প্রসারে আজ বিরল আদর্শের প্রতীক। জাতীয় শিক্ষকের স্বীকৃতি প্রাপ্ত চোধুরি হোসেন রেজা এবং বিদ্যাতনের সুচনালগ্নের বিশিষ্ট কয়েকজন গুনী শিক্ষক সংগঠকের অসামান্য মহানুভবতায় বিদ্যালয়টি শৈশব থেকে বলিষ্ঠ যৌবনের স্বতন্ত্র ভাবমূর্তিতে উজ্জ্বল। ১৯৭০ খ্রিঃ ২  জানুয়ারি জ্ঞানবর্তিকা নিয়ে যে বিদ্যালয় এলাকার অজ্ঞতার দায় মোচনে যাত্রা শুরু করেছিল, ক্রমান্বয়ে নিম্নবুনিয়াদি ও নিম্নমাধ্যমিকের প্রথম স্তর (পঞ্চম- ষষ্ঠ) নিম্নমাধ্যমিক (অষ্টম শ্রেণি  পর্যন্ত), মাধ্যমিক এবং অবশেষে উচ্চতর মাধ্যমিক- এর সম্পূর্ণ  pjª¢Ül স্তরে উন্নীত হয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, ব্যক্তি মানুষের স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার লক্ষপথ নির্মাণে এই বিদ্যালয়ে বৃত্তি শিক্ষার প্রচলন একটি সময়োচিত সংযোজন। সর্বাত্মক উন্নয়ন দ্বারা অনুন্নত, পশ্চাদপদ তপশীল জাতি ও উপজাতিকে সমাজের মুলস্রোত যুক্ত করার লক্ষে আবাসিক শিক্ষাদানে স্বার্থে বিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাস এই বিদ্যায়তনের অপর এক ইতিবাচক দিক। যাঁদের অকান্ত পরিশ্রম, অর্থ ভুমিদান ও আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয় মানুষের সার্বিক কল্যাণের আদর্শ – তাঁদের কাছে আমরা ঋণবদ্ধ ও কৃতজ্ঞ ।        ঐতিহ্যের ধারাকে আক্ষুন্ন রেখে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নে আমরাও দায়িত্বশীল ও তৎপর।  সর্বোপরি এই পবিত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে বিদ্যালয় পরিচালন সমিতি, শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষাবৃন্দের সযত্ন প্রয়াসের পাশাপাশি এলাকার শিক্ষানুরাগী, সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দের  সুপরামর্শ, সদিচ্ছা ও সদর্থক প্রস্তাবকে এই বিদ্যালয় সর্বদা স্বাগত জানায়।