১। বিদ্যালয় শুরু অন্ততঃ ২০ মিনিট আগে (১০:২৫ মিঃ) শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ আবশ্যক।
২। শ্রদ্বাবনত চিত্তে বিদ্যালয়ে প্রার্থনা সভায় সকলের উপস্থিতি ও সক্রিয়তা বাধ্যতামূলক। প্রার্থনা সভায় শৃঙ্খলা ভঙ্গ করলে বা জাতীয় সংগীতের প্রতি কোনোরূপ অবমাননা করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
৩। শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষক/শিক্ষিকার প্রেবেশ ও প্রস্থানের সময় শিষ্টাচার মেনে স্বাগত ও সম্মান জানাতে হবে।
৪। শিক্ষক/শিক্ষিকাদের উপদেশ,পরামর্শ ও নির্দেশমত প্রতিদিনের পাঠ তৈরি করে বিদ্যালয় আসতে হবে। শ্রেণীকক্ষে কোনোরকম শৃঙ্খলাভঙ্গ ও অসভ্য আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৫।শিক্ষার্থীর অসুস্থজনিত অনুপস্থিতি বিদ্যালয়ে প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় কে লিখিতভাবে জানিয়ে বিদ্যালয়ে পুনরায় উপস্থিতি হতে হবে। সেক্ষেত্রে দীর্ঘদিন অনুপস্থিতি জন্য প্রধান শিক্ষক সঙ্গে অভিভাবকের সাক্ষাৎ অত্যন্ত জরুরি।
৬।বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
৭। বিদ্যালয়ে পরিচালিত বিভিন্ন সহ-পাঠক্রমিক/সাংস্কৃতিক কার্যাবলীতে আন্তরিকভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করতে হবে।
৮। বিদ্যালয়ে শৌচাগারে নিয়মিত জল ব্যবহার করে বিদ্যালয় পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।
৯। সাইকেল সম্পর্ক প্রতিটি ছাত্র-ছাত্রীকে সতর্ক থাকতে হবে। তালাহীন কোনো সাইকেল বিদ্যালয়ে আনাযাবে না।
১০। ছুটির ঘণ্টা না বাজা পর্যন্ত বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করা যাবে না। তবে ছুটির নির্ধারিত সময়ের আগে বিশেষ কারণে বিদ্যালয় পরিত্যাগ করতে হলে প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের কাছে লিখিত আবেদন জানিয়ে যেতে হবে।
১১। বিদ্যালয়কে জাতীয় সম্মপত্তি ভেবে তার সংরক্ষণ ও শ্রীবৃদ্ধিতে প্রাণপণ সচেষ্টা হতে হবে।
ছাত্র-ছাত্রীদের আচরণবিধি:-
1) ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে উপস্থিতি কমপক্ষে 75 শতাংশ হতে হবে.
2 )মোবাইল ফোন বিদ্যালয়ের ক্যাম্পাসে কঠোর ভাবে নিষিদ্ধ.
3) ধূমপান ও তামাক জাতীয় পদার্থ সেবন কঠোরভাবে নিষিদ্ধ.
4) বিদ্যালয় নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে.