History

পুণ্যাত্মা স্বর্গীয় রূপচাঁদ ভুক্ত মহাশয় এর বদান্যতায় নন্দনপুর রূপচাঁদ একাডেমি নামে যে শিশু বৃক্ষটি রোপিত হয়, নানা বাধাবিঘ্ন অতিক্রম করে সেটি আজ মহীরুহ নামে বহু শাখা প্রশাখায় পল্লবিত
 1925 সালে তাঁরই নামাঙ্কিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় এবং 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে. 
স্থানীয় জনসাধারণ এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবৃন্দের অরৃপন সহযোগিতায় বর্তমানে বিদ্যালয়টি ক্রমপ্রসারমান
 
 প্রকৃতির দৃষ্টিনন্দন, মনোরম,  শান্ত স্নিগ্ধ পরিবেশে রাজা রামমোহন রায় সরণি সংলগ্ন নন্দনপুর, বাড়নন্দনপুর এবং রাধাকৃষ্ণপুর গ্রামের ত্রিবেণীসঙ্গমে অমলিন দীপশিখার ন্যায় দেদীপ্যমান এই বিদ্যালয়টি এতদঞ্চলের প্রথম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
 
 প্রতিষ্ঠা কাল থেকে সুপরিকল্পিত পথে অগ্রসরমান এই বিদ্যালয় বিদ্যানুরাগী সুধীবৃন্দের প্রশংসাধন্য 
 
ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক উৎকর্ষলাভ ও মহৎ আদর্শ করার জন্য বিদ্যালয়ের কর্মীবৃন্দ সদা সচেতন.