Rules & Regulations

বিদ্যালয়ের নির্দেশিকা

 

 বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম হওয়ার কমপক্ষে 15 মিনিট পূর্বে আই কার্ড সহ বিদ্যালয়ের পোশাকে প্রতিটি শিক্ষার্থীকে উপস্থিত হতে হবে

 

 যথাযথ নিয়ম শৃঙ্খলা মেনে ছাত্র-ছাত্রীদের প্রত্যহ সমবেত জাতীয় সংগীতে অংশ নিতে হবে

 

 বিদ্যালয়ের পাঠদান পর্ব শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত বিনা অনুমতিতে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের সীমার বাইরে যাওয়া যাবে না, এই নির্দেশ অমান্যকারী কে বিদ্যালয় থেকে বিতাড়িত করা যেতে পারে

এই নির্দেশ অমান্যকারী কে বিদ্যালয় থেকে বিতাড়িত করা হতে পারেহতে

 

 বিদ্যালয়ের কার্যদিবসের কমপক্ষে শতকরা 75 শতাংশ  প্রতিটি ছাত্রছাত্রীকে অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত থাকিতে হবে

 

 শিক্ষার্থী কোন কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরবর্তী উপস্থিতির দিন অভিভাবক অথবা অভিভাবিকার আবেদনপত্র শ্রেণির শিক্ষক মহাশয় নিকট অবশ্যই জমা দিতে হবে অন্যথায় প্রধান শিক্ষক মহাশয় এর অনুমতি ছাড়া ওই শিক্ষার্থীর শ্রেণী কক্ষে প্রবেশের অনুমতি থাকবে না

 

 বিশেষ প্রয়োজনে টিফিনে ছুটি নিতে হলে অভিভাবকের চিঠি নিয়ে আসতে হবে প্রধান শিক্ষক মহাশয় সেই আবেদনের গুরুত্ব বিবেচনা করবেন

 

 ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত বা শ্রেণীগতভাবে কিছু আবেদন থাকলে লিখিতভাবে মনিটর এর মাধ্যমে প্রধান শিক্ষক মহাশয় কে জানাতে হবে একই আবেদন নিয়ে বারবার ছাত্র-ছাত্রীদের প্রধান শিক্ষক মহাশয় এর কাছে যাওয়া চলবে না

 

 বিদ্যালয়ের ইলেকট্রিক পাখা সুইচ চেয়ার বেঞ্চ ইত্যাদি ভাঙচুর করলে দেওয়ালে বা বেঞ্চে অশ্লীল কিছু লিখলে সেই অপরাধে শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে অবশ্যই বিতাড়িত করা হবে

 

 প্রতিটি ক্লাসের পাঠদান শেষ হওয়ার পরেই ছাত্র-ছাত্রীদের দরজার সামনে থাকা বা বারান্দায় দলবেঁধে ঘোড়া প্রতিটি ক্লাসের পাঠদান শেষ হওয়ার পরেই ছাত্র-ছাত্রীদের দরজার সামনে থাকা বা বারান্দায় দলবেঁধে  ঘোরাফেরা চলবে  চলবে না

 

 

 ক্লাস-পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি ক্লাস-পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অনুপস্থিত হওয়া চলবে না হওয়া চলবে না

 

 বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে হবে এবং উপস্থিত থাকতে হবে

 

 ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে মোবাইল আনা চলবেনা মোবাইল সঙ্গে আনিলে গার্জেন ডাকা হবে