বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবক/ অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে সরকারি নির্দেশ অনুযায়ী ডিসেম্বর মাসে Mid day meal প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রী পিছু 2কেজি চাল, 1কেজি আলু,1কেজি ছোলা ও 1piece সাবান বন্টন করা হবে।
●নিম্নলিখিত সূচি অনুযায়ী শুধু মাত্র অভিভাবক/ অভিভাবিকাগনই উক্ত জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। কোনো ছাত্রছাত্রীর বিদ্যালয়ে উক্ত জিনিসপত্র সংগ্রহ করতে আসা কঠোর ভাবে নিষিদ্ধ।
03/12/2020 বৃহস্পতিবার - শ্রেণী : পঞ্চম
বিতরণের সময় শুরু- সকাল 11টা
বিতরণের সময় শেষ- দুপুর 2টা
• 04/12/2020 শুক্রবার- শ্রেণী: ষষ্ঠ
বিতরণের সময় শুরু- সকাল 11টা
বিতরণের সময় শেষ- দুপুর 2টা
• 05/12/2020 শনিবার- শ্রেণী: সপ্তম
বিতরণের সময় শুরু- সকাল 11টা
বিতরণের সময় শেষ- দুপুর 2টা
• 07/12/2020 সোমবার- শ্রেণী: অষ্টম
বিতরণের সময় শুরু-সকাল 11টা
বিতরণের সময় শেষ- দুপুর 2টা
08/12/2020 মঙ্গলবার বাকি পঞ্চম থেকে অষ্টম
বিতরণের সময় শুরু- সকাল 11 টা
বিতরণের সময় শেষ- দুপুর 2টা
বি দ্রঃ - অভিভাবক/ অভিভাবিকাগনকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ছাত্রছাত্রীর ভর্তির রসিদ আনতে হবে, রসিদ হারিয়ে গেলে একটি কাগজে ছাত্রছাত্রীর নাম,ক্লাস,সেকশন,রোল লিখে আনতে হবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়
27/11/2020*