Notice / Assignment


...

এতদ্বারা নশিপুর উচ্চ বিদ্যালয় এর একাদশ শ্রেণীর (2020) ছাত্র - ছাত্রী দের জানানো যাচ্ছে যে West Bengal Council for Higher Education এ সকলের নাম নথিভুক্ত (Registration) করার কাজ শুরু হয়েছে গত 30/09/2020  ও 01/10/2020 এ Girls এবং 02/10/2020 ও 03/10/2020 তারিখে Boys দের । 

W.B.C.H.S.E এর Registration না করা থাকলে কোনো ভাবেই H.S পরীক্ষায় বসা যাবে না।

XI (2020) এর ভর্তির সময় ই প্রত্যেক ছাত্রছাত্রী Registration এর Form এর দাম, Registration এর Charge এবং XI এর Annual Examination এর Fees জমা করে দিয়েছো।  যে সমস্ত ছাত্র ছাত্রী ছবি দাওনি তারা ছবি বিদ্যালয় এ নিয়ে এসে সঠিক ভাবে পূরণ করা Form দেখে ছবি লাগিয়ে Form এ ছাত্র ছাত্রীদের সাক্ষর করতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিম্নের দুইদিন ব্যাতিত অন্য দিন ফর্ম ফিলাপ করা যাবে না।

05/10/2020

Monday

11 A.M- 3 P.M

06/10/2020

Tuesday

11 A.M- 3 P.M

 

আগামী 05/10/2020 ও 06/10/2020 এর মধ্যে Registration না করলে 2021 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় বসার সুযোগ পাবে না।

N.B: একাদশ ও দ্বাদশ শ্রেণীর Post Matric Scholarship এর জন্য (50% ও 50% এর নিচে) নিজ নিজ Madhyamik ও একাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই Online এ Form Fill Up করে 06/10/2020 তারিখ এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র সহ বিদ্যালয় এর অফিসে জমা করবে। Verification চলছে। Computer Copy/Hard Copy জমা না করলে Verification হবে না।