এতদ্বারা নশিপুর উচ্চ বিদ্যালয় এর একাদশ শ্রেণীর (2020) ছাত্র - ছাত্রী দের জানানো যাচ্ছে যে West Bengal Council for Higher Education এ সকলের নাম নথিভুক্ত (Registration) করার কাজ শুরু হয়েছে গত 30/09/2020 ও 01/10/2020 এ Girls এবং 02/10/2020 ও 03/10/2020 তারিখে Boys দের ।
W.B.C.H.S.E এর Registration না করা থাকলে কোনো ভাবেই H.S পরীক্ষায় বসা যাবে না।
XI (2020) এর ভর্তির সময় ই প্রত্যেক ছাত্রছাত্রী Registration এর Form এর দাম, Registration এর Charge এবং XI এর Annual Examination এর Fees জমা করে দিয়েছো। যে সমস্ত ছাত্র ছাত্রী ছবি দাওনি তারা ছবি বিদ্যালয় এ নিয়ে এসে সঠিক ভাবে পূরণ করা Form দেখে ছবি লাগিয়ে Form এ ছাত্র ছাত্রীদের সাক্ষর করতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিম্নের দুইদিন ব্যাতিত অন্য দিন ফর্ম ফিলাপ করা যাবে না।
05/10/2020 |
Monday |
11 A.M- 3 P.M |
06/10/2020 |
Tuesday |
11 A.M- 3 P.M |
আগামী 05/10/2020 ও 06/10/2020 এর মধ্যে Registration না করলে 2021 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় বসার সুযোগ পাবে না।
N.B: একাদশ ও দ্বাদশ শ্রেণীর Post Matric Scholarship এর জন্য (50% ও 50% এর নিচে) নিজ নিজ Madhyamik ও একাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই Online এ Form Fill Up করে 06/10/2020 তারিখ এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র সহ বিদ্যালয় এর অফিসে জমা করবে। Verification চলছে। Computer Copy/Hard Copy জমা না করলে Verification হবে না।
MODEL ACTIVITY TASK
All the students of Nashipur High School are asked to download the model activity task given by the board of their own class. If the date of submission is announced, all those who have completed these tasks will have to come to the school and submit.
1. Model activity task class V (5)- https://bit.ly/2NY9kDW
2. Model activity task class VI (6)- https://bit.ly/3e3cXTR
3. Model activity task class VII (7)- https://bit.ly/31PbkGK
4. Model activity task class VIII (8)- https://bit.ly/2VNS3Su
5. Model activity task class IX (9)- https://bit.ly/3dYtVm9
6. Model activity task class X (10)- https://bit.ly/2VO29mc