এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশানুসারে আগামী ০৮/০৯/২০২০ থেকে ১০/০৯/২০২০ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক/ অভিভাবিকাদের মধ্যে চাল, আলু, ছোলা ও সাবান বিতরণ করা হবে। এছাড়াও নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক/অভিভাবিকাদের নিকট হতে ACTIVITY TASK এর উত্তরপত্র সংগ্রহ করা হবে। সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্ধারিত সূচী অনুসারে দায়িত্বপ্রাপ্ত সহকর্মীগণকে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করছি।
08/09/2020—Sanjoy Mondal, Samarpada Sarkar, Sukhen Kumar Pal, Asim Kumar Ghosh, Aloke Das, Sandip Biswas, Debasis Sarkar.
09/09/2020—Hemanta Kumar Mondal, Ratan Kumar Pramanik, Mitali Biswas, Keya Halder, Arup Ghosh, Tapan Mandal
10/09/2020—Gobinda Biswas, Gouranga Bagchi, Amaresh Mondal, Mitali Biswas, Samarpada Sarkar, Susmita Pandit
এছাড়া নিম্নলিখিত সহকর্মীগণকে তিন দিনই উপস্থিত থাকতে অনুরোধ করছিঃ-
বিপুলকৃষ্ণ বিশ্বাস, মঙ্গল সিং, নির্মল কুমার পাল, মহাদেব রজক।
সময়ঃ সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত