Rules & Regulations

ছাত্র-ছাত্রীদের পালনীয় আচরণ বিধি

বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু ১০-৫০ মিনিটে।

* বিদ্যালয়ের নির্দিষ্ট পােশা পরতে এবং প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে ছাত্র- ছাত্রীরা বাধ্য থাকবে। (প্রার্থনা ১০-৪৫ মিনিট)

*  ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে নিয়ম-শৃঙ্খলা যথাযথ পালন করবে। শৃঙ্খলাজনিত কারণে ছাত্র-ছাত্রীকে বহিস্কৃত করা হতে পারে।  

* এ বিদ্যালয়ে সুন্দর পরিবেশ অবশ্যই বজায় রাখতে হবে। *

* সচিত্র পরিচয় পত্র সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে হবে এবং ব্যাজ পরতে হবে।

* বিদ্যালয় আয়ােজিত শারীরশিক্ষা,কর্মশিক্ষা,পরিবেশবিদ্যাসহ সমস্ত পরীক্ষায় বসতে হবে, অন্যথায় প্রােমােশন (Promotion) দেওয়া হবে না।

* রিভিউ (Review) এর জন্য যেকোনো পরীক্ষার খাতা দেখানাে বা মার্কশীট (Marksheet) দেওয়ার দুই দিনের মধ্যে প্রধান শিক্ষক মহাশয়ের মাধ্যমে

আবেদন করতে হবে।

*  রিভিউ এর ফলাফল (প্রাপ্ত নম্বরের হ্রাস বা বৃদ্ধি বা অপরিবর্তিত থাকা) চুড়ান্ত এবং তা অবশ্যই আবেদনকারীকে মেনে নিতে হবে।

* বার্ষিক পরীক্ষার যেকোনাে বিষয়ের খাতা রিভিউ-এর জন্য আবেদন করা যাবে, কিন্তু ঐ পরীক্ষায় কোনাে খাতা ছাত্রছাত্রী বা সংশ্লিষ্ট অভিভাবক-অভিভাবিকাকে

দেখানাে হবে না।

• সমস্ত ছাত্র-ছাত্রীদের সব পর্যায়ক্রমিক মূল্যায়ণ (Summative Evaluation) বাUnit Test এর সমস্ত পরীক্ষায় নির্দিষ্ট দিনগুলিতে উপস্থিত থাকতে হবে, যদি অসুস্থতাজনিত কারণে বা অন্য কোন অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারলে  তা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে জানাতে হবে। অনুপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষা লিখিত আকারে নেওয়া হবে। কোন মৌখিক পরীক্ষা নেওয়া হবেনা। লিখিত পরীক্ষার নির্দিষ্ট দিন জানিয়ে দেওয়া হবে। ঐ দিন অনুপস্থিত থাকলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না। তাদের পুনরায় পরীক্ষা দেবার আর কোন সুযােগ দেওয়া হবে না। অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত থাকলে তাকে অবশ্যই মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে। সঠিক সময়ে Project খাতা সংশ্লিষ্ট শিক্ষক/শিক্ষিকার নিকট জমা দিতে হবে। অন্যথায় Result অসম্পূর্ণ থাকবে।বিদ্যালয়ে পালনীয় দিনগুলি ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে হবে।

* সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানাে যাচ্ছে যে রিপাের্ট কার্ড বা রেজান্টে কোনরকম কারচুপি করলে তাকে আর্থিক জরিমানা দিতে হবে। রেজান্ট হারিয়ে ফেললে বা ক্ষতিগ্রস্ত হলে নুতন রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে Fes জমা দিতে হবে।

* শারীরিক প্রতিবন্ধী তাদের জানানাে যাচ্ছে তাদের পরীক্ষা মৌখিক আকারে নেওয়া হবে না। তাদের লিখিত পরীক্ষায় বসতে হবে। তারা প্রয়োজনে সাহায্যকারী লেখকের(Writer) সাহায্য নিতে পারবে । তবে তার থেকে নীচু  class এর হতে হবে। 

* পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ৭৫ শতাংশ হাজির থাকতে হবে।

* লাইব্রেরীর বই নেওয়ার ৭ দিনের মধ্যে বই ফেরৎ দিতে হবে। বই কোন রকম ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর নিকট হইতে আর্থিক জরিমানা নেওয়া হবে। নিজের বই নিজে হাতে লাইব্রেরীতে জমা দেবে, অন্য কারও হাত দিয়ে বই ফেরৎ পাঠাবে না।

* প্রত্যেক ছাত্রছাত্রীকে Student ID Card পরে আসতে হবে।

* কোন ছাত্র ছাত্রী স্কুলে মোবাইল আনা চলবে না। পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পর্যায়ক্রমিক মূল্যায়ণ/একক অভীক্ষার

* সম্ভাব্যসূচী (Schedule) নিম্নরূপঃ পঞ্চম থেকে দশম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ সম্ভাব্য April এর প্রথম সপ্তাহ ২০২০ ।

* পঞ্চম থেকে নবম   দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ সম্ভাব্য August 2020

* দশম   দ্বিতীয় একক অভীক্ষা স্ল্যাব August 2020 এর প্রথম সপ্তাহ

* পঞ্চম ও যষ্ঠ  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ পরে জানানাে হবে

* সপ্তম ও অষ্টম   তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ সম্ভাব্য 28th November থেকে 5th December 2020

* নবম- বার্ষিক পরীক্ষা সম্ভাব্য 28th November থেকে 5th December 2020

* দশম ও দ্বাদশ - নির্বাচনী পরীক্ষা সম্ভাব্য November 2020 এর দ্বিতীয় সপ্তাহ

বিঃ দ্রঃ- প্রয়ােজনে পরীক্ষার সূচি রদবদল হতে পারে।

* নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ের অন্তর্বর্তী মূল্যায়ন কার্য (IFE) প্রত্যেক পর্বের আগে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি IFE খাতা সংশ্লিষ্ট বিষয়ের                     পার্বিক পরীক্ষার দিনেই জমা দিতে হবে।

* একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নির্বাচনী পরীক্ষা (Test) / বার্ষিক

(Annual Exam.) এর আগে প্রকল্প (Project) বিষয়ের কার্য সম্পূর্ণ করতে হবে।

 

COVID-19 এর কারণে সমস্ত সূচী পশ্চিম মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশানুসারে পরিবর্তন সাপেক্ষ।