Notice / Assignment






...


...


...

...


...



...

...


...

...
  • ঐক্যশ্রী- প্রিম্যাট্রিক ও পোষ্টম্যাট্রিক -২০২০

  • ( কেবল মাত্র সংখ্যালঘু ছাত্রদের জন্য)

  • পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সংখ্যালঘু ছাত্ররা আবেদন করতে পারবে। Renewal  (পুনর্নবীকরণ) ও Fresh (নতুন)-

  • প্রত্যেক কে Online application করতে হবে ৩০-০৯-২০২০ তারিখের মধ্যে ।

  • Online এ আবেদন কর পরে Hard Copy বিদ্যালয়ে জমা করতে হবে ২৪/৯/২০এবং ৩০/৯/২০ তারিখ বেলা ১১টা থেকে ১টা।

  • কমপক্ষে ৫০ % নম্বর থাকতে হবে। ( মার্কশিটের জেরক্স জমা করতে হবে)

  • পরিবারের আয় ২ (দুই লক্ষ বা তার কম হতে হবে। ( Income Certificate জমা করতে হবে)

  • Xerox copy of Bank Account Pass book

  • শিক্ষাশ্রী নতুন (Fresh)  আবেদন

  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তপসিলী জাতি ও  উপজাতি ভুক্ত ছাত্রদের শিক্ষাশ্রী স্কলারশিপ-২০ সম্পর্কে জ্ঞাতব্য বিষয়।

  • বাৎসরিক আয় ২.৫ (আড়াই) লক্ষ টাকা বা তার কম হতে হবে। জমা দেওয়ার শেষ তারিখঃ ২৪/৯/২০২০বেলা ১১টা থেকে ১টা ।

  • Income Certificate  issued by Chairman of Municipality/Panchayat Pradhan/Member of ZillaParisad/  Savapati Panchayat Samity / MLA/MP) (অরিজিনাল কপি জমা করতে হবে)।

  • Birth certificate ও Aadhaar Card এর জেরক্স কপি জমা করতে হবে।

  • 4. Xerox copy of Bank Account Pass book  

 

  • OBC-B ছাত্রদের জন্য

  • পঞ্চম থেকে দশম শ্রেণির OBC-B  শ্রেণিভুক্ত ছাত্র যারা গত বছরের বাৎসরিক সামগ্রিক মূল্যায়নে ৫০% বা তার বেশি নম্বর পেয়েছে এবং তাদের পরিবারের বাৎসরিক আয় ৪৪৫০০/-(44500/-)   টাকার মধ্যে হলে  তারা আবেদন করতে পারবে। ২৪/৯/২০২০ তারিখে ১১টা থেকে ১টার মধ্যে জমা করতে হবে।                                       

  • আবেদন পত্রের সঙ্গে যা যা দিতে হবে।

  • Income Certificate  issued by Chairman of Municipality/Panchayat Pradhan/Member of ZillaParisad/  

  • Savapati Panchayat Samity / MLA/MP) (অরিজিনাল কপি জমা করতে হবে।

  • Bank Account Pass Book এর জেরক্স

  • Mark-sheet এর জেরক্স

  • Birth certificate ও Aadhaar Card এর জেরক্স কপি জমা করতে হবে।

                                                                                                                                                                      

  • SC / ST  এর নবম ও দশম ( প্রিম্যাট্রিক)    ও  একাদশ, দ্বাদশ ( পোষ্টম্যাট্রিক)  ছাত্ররা Online এ পূরণ করে স্কুলে জমা দেওয়ার শেষ তারিখ ২৪/৯/২০২০১১টা থেকে ১টা।

  • আবেদন পত্রের সঙ্গে যা যা দিতে হবে।

  • Income Certificate  issued by Chairman of Municipality/ Panchayat  Pradhan/Member of ZillaParisad/  

  • Savapati Panchayat Samity / MLA/MP) (অরিজিনাল কপি জমা করতে হবে।

  • Bank Account এর জেরক্স

  • Mark-sheet এর জেরক্স

  • Birth certificate ও Aadhaar Card এর জেরক্স কপি জমা করতে হবে।

                            

12.9.2020                                                                                                            Headmaster,

                                                                                                               Krishnagar A.V.High School