Anandapur high school (H.S)
NOTICE
বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী ১৯/১০/২০২০(ছাত্রীদের) ও ২১/১০/২০২০ (ছাত্রদের) তারিখে Registration Form Fill up হবে।ঐদিন অতি অবশ্যই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে Form fill up করতে বলা হচ্ছে।
সময়:বেলা ১১:৪৫ মিনিট।
## ১৯/১০/২০২০ কেবল ছাত্রীদের ও ২১/১০/২০২০ কেবল ছাত্র দের উপস্থিত হতে হবে।
সাথে আনতে হবে:
১) বিদ্যালয়ের পোশাক পরিধান করা ২ কপি সাদা-কালো পাসপোর্ট সাইজের ফটো।
২) Birth Certificate এর জেরক্স কপি।
৩) Registration ফী বাবদ ৫০ টাকা।
৪) Form fill up এর জন্য একটি কালো কালির বল পেন।
Dr. Jatipati Biswas
Headmaster