নিয়মাবলী (শিক্ষার্থীর জন্য)
১) প্রত্যেক শিক্ষার্থীকে ১০ টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরিচ্ছন্ন বিদ্যালয় Uniform-এ স্কুলে আসতে হবে ও প্রার্থনাসভায় অংশগ্রহণ করতে হবে ।
2)কোনো প্রকার মোবাইল ফোন , প্রসাধন সামগ্রী বিদ্যালয়ে আনা যাবে না ।
৩) Class Routine অনুযায়ী সমস্ত বই , খাতা , পেন , পেনসিল , ও School Dairy অবশ্যই নিয়ে আসতে হবে ।
৪) ৭৫% - এর কম উপস্থিতিতে কোনো ভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না ।
৫) Dairy – তে উল্লিখিত সময়সীমার মধ্যে শ্রেণি শিক্ষক / শ্রেণি শিক্ষিকার নির্দেশ মত প্রকল্প ( Project ) জমা করতে হবে । সময় উত্তীর্ণ হয়ে গেলে তা আর কোনোভাবেই জমা নেওয়া হবে না ।
৬) বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে মা/বাবা/অভিভাবকের স্বাক্ষরিত অনুপস্থিতির কারণ স্কুল ডায়েরীর নির্দিষ্ট স্থানে ( প্রয়োজনে Medical Certificate সহ ) শ্রেণি শিক্ষক/শ্রেণি শিক্ষিকাকে দেখাতে হবে ।
৭) বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার বিষয়ে অবাঞ্ছিত শিথিলতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে ।
৮) শারীরশিক্ষার ক্লাসে সাদা কেডস , সাদা মোজা পরতে হবে ।
নিয়মাবলী ( মাতা-পিতা ও অভিভাবকের জন্য )
১) শিক্ষার্থীর পঠন-পাঠন ও শৃঙ্খলার ক্ষেত্রে আপনাদের পূর্ণ সহযোগিতা বিদ্যালয় প্রার্থনা করে ।
২) প্রতি সন্ধ্যায় শিক্ষার্থীর School Dairy অবশ্যই দেখবেন ও যেখানে স্বাক্ষর প্রয়োজন, তা অবশ্যই করবেন ।
৩) শিক্ষার্থী যেন প্রতিদিন পরিচ্ছন্ন বিদ্যালয় পোশাকে বিদ্যালয়ে আসে সেদিকে লক্ষ্য রাখবেন ।
৪) নিজ শিক্ষা-সরঞ্জাম ও টাকা ( কেবলমাত্র যাতায়াতের ভাড়া ) নিজ দায়িত্বে রাখার উৎসাহ দিন ।
৫) শিক্ষণ পদ্ধতি, প্রয়োগ ও সমস্যাবলীর বিষয়ে যে কোনো প্রয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শ্রেণি শিক্ষক/শ্রেণি শিক্ষিকার সাহায্য নিন ( সাক্ষাতের সময় বেলা ২:৩০টা থেকে বেলা ৩:৩০ টা পর্যন্ত ) ।
৬) ছোটোখাটো বিষয়ে বিদ্যালয়ে অনুপস্থিতি এড়িয়ে ছলুন ।
৭) বিদ্যালয়ের সময়সীমার মধ্যে Private Tuition কোনোভাবেই রাখবেন না ।
৮) বিদ্যালয়ের উন্নয়নমুখী সুপরামর্শ, গঠনমূলক সমালোচনা ও পঠন-পাঠন বিষয়ে বিশেষ প্রস্তাব, পরামর্শ ও অভিযোগ সাদরে গৃহীত হবে ।
৯) পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক ।