Notice / Assignment


...

সরকারি ব‍্যবস্থামত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির প্রত‍্যেক ছাত্রের অভিভাবকের হাতে দু কেজি করে চাল, এক কেজি করে আলু এবং ছোলা আর একটা করে সাবান তুলে দেওয়া হবে নিচের সময়সূচি মত প্রতিদিন বেলা 11টা 30মি থেকে 2টা পর্যন্ত। পঞ্চম ও অষ্টম শ্রেণি - 12ই অগাস্ট 2020, বুধবার। ষষ্ঠ শ্রেণি - 13ই অগাস্ট 2020, বৃহস্পতিবার। সপ্তম শ্রেণি - 14ই অগাস্ট 2020, শুক্রবার। ছাত্রের পরিচয়পত্র নিয়ে কেবলমাত্র অভিভাবকরাই আসবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঐ দিনগুলোতে ছাত্রদের অ্যাক্টিভিটি শীটগুলো জমা নেওয়া হবে। প্রতিটি বিষয় আলাদা আলাদা কাগজে বা খাতায় লিখে, ছাত্রের নাম, ক্লাস, রোল নং লিখে জমা দিতে হবে। - প্রধানশিক্ষক।