বর্তমান শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সরকারি সবুজ সাথী স্কিমের অধীনে সাইকেল প্রদান করা হবে। নবম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের সাদা কাগজে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট ভাবে লেখে বিদ্যালয় অফিসে আগামী শনিবার ২৩.০৯.২০২০ তারিখ এরমধ্যে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি সমেত অবশ্যই জমা দিতে হবে।
১.ছাত্র অথবা ছাত্রীর নাম
২.চালু থাকা মোবাইল নাম্বার
৩.আধার নাম্বার
৪ জন্ম তারিখ
৫. বর্তমান ক্লাসের সেক্সান ও রোল নাম্বার।
ছাত্র-ছাত্রীরা কোন অবস্থাতেই বিদ্যালয় আসবেনা অভিভাবকগণ ঐ ওই ছবি ও লিখিত কাগজটি বিদ্যালয় অফিসে জমা দেবেন। অভিভাবকগণ অবশ্যই মাস্ক পরে বিদ্যালয় আসবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবেন।
জমা দেওয়ার সময় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত প্রত্যহ
সকাল ৯টা থেকে 11:30 পর্যন্ত।
বিকেল 4 টা থেকে 5:30 পর্যন্ত