Notice / Assignment



...
বড়ই উচ্চ বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলির মাধ্যমে বিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষে পাঠরত পঞ্চম হইতে অষ্টম শ্রেণীর  ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণের  উদ্দেশ্যে জানানো যায় যে আগামী 09.11. 2020 তারিখ সোমবার  নিম্নলিখিত সময় সূচি অনুযায়ী বিদ্যালয় হইতে নভেম্বর মাসের জন্য নির্ধারিত মিড ডে মিলের সামগ্রী  ও   আই এফ  এ ট্যাবলেট   প্রদান করা হইবে। বিগতবার গুলির মত অভিভাবক অভিভাবিকাগন অবশ্যই মাস্ক পরিয়া বিদ্যালয়ে আসিবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখিয়া মিড-ডে-মিল সামগ্রী সংগ্রহ করিবেন।
সময়সূচী:
সকাল 10:30 মিনিট হইতে  দুপুর 12:30 পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি।
দুপুর 12:30 মিনিট হইতে দুপুর 2.30  মিনিট পর্যন্ত সপ্তম ও অষ্টম শ্রেণী।

...
বড়ই উচ্চ বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলির মাধ্যমে বিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষে পাঠরত পঞ্চম হইতে অষ্টম শ্রেণীর  ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণের  উদ্দেশ্যে জানানো যায় যে আগামী 09.11. 2020 তারিখ সোমবার  নিম্নলিখিত সময় সূচি অনুযায়ী বিদ্যালয় হইতে নভেম্বর মাসের জন্য নির্ধারিত মিড ডে মিলের সামগ্রী  ও   আই এফ  এ ট্যাবলেট   প্রদান করা হইবে। বিগতবার গুলির মত অভিভাবক অভিভাবিকাগন অবশ্যই মাস্ক পরিয়া বিদ্যালয়ে আসিবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখিয়া মিড-ডে-মিল সামগ্রী সংগ্রহ করিবেন।
সময়সূচী:
সকাল 10:30 মিনিট হইতে  দুপুর 12:30 পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি।
দুপুর 12:30 মিনিট হইতে দুপুর 2.30  মিনিট পর্যন্ত সপ্তম ও অষ্টম শ্রেণী।

...

একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে রেজিস্ট্রেশন এর কাজ কেবলমাত্র একটি দিন আগামী 09 .10 .2020 তারিখ শুক্রবার বিদ্যালয়ে সম্পন্ন হইবে। উক্ত তারিখে একাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রীদের দু কপি সাদাকালো ছবি ,   রেজিস্ট্রেশন ফি বাবদ 50 টাকা , মাধ্যমিক এডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স কপি এবং নিজস্ব কালো রংয়ের বলপেন সঙ্গে আনিতে হইবে। কেবলমাত্র একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের জন্য অবশ্যই মাস্ক পরিয়া বিদ্যালয় আসিবে। যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তাহাদেরকেও এই খবরটি জানিয়ে দেওয়ার জন্য এই গ্রুপের সমস্ত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হইতেছে।


...
বর্তমান শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সরকারি সবুজ সাথী স্কিমের অধীনে সাইকেল প্রদান করা হবে। নবম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের সাদা কাগজে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট ভাবে লেখে বিদ্যালয় অফিসে আগামী শনিবার ২৩.০৯.২০২০ তারিখ এরমধ্যে  দুই কপি  রঙিন পাসপোর্ট সাইজ ছবি সমেত অবশ্যই জমা দিতে হবে।
 
১.ছাত্র অথবা ছাত্রীর নাম
২.চালু থাকা মোবাইল নাম্বার
৩.আধার নাম্বার
৪ জন্ম তারিখ
৫. বর্তমান ক্লাসের সেক্সান ও রোল নাম্বার।
 
 
 ছাত্র-ছাত্রীরা কোন অবস্থাতেই বিদ্যালয় আসবেনা ‌অভিভাবকগণ ঐ ওই ছবি  ও লিখিত কাগজটি বিদ্যালয় অফিসে জমা দেবেন। অভিভাবকগণ অবশ্যই মাস্ক পরে বিদ্যালয় আসবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবেন।
জমা  দেওয়ার সময় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত প্রত্যহ 
সকাল ৯টা থেকে 11:30 পর্যন্ত।
বিকেল 4 টা থেকে 5:30 পর্যন্ত


...
গত মাসে ছাত্র-ছাত্রীদের জন্য  অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান ,অ্যাক্টিভিটি টাস্ক  টু এবং অ্যাক্টিভিটি টাস্ক  থ্রি   এই তিনটি পর্যায়ের বিষয়ভিত্তিক যে প্রশ্নাবলী ছাত্র-ছাত্রীদের নিকট অভিভাবক মারফৎ পাঠানো হইয়াছিল  বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাম্প্রতিকতম  নির্দেশনামা  অনুযায়ী উক্ত অ্যাক্টিভিটি টাস্ক সমূহের বিষয়ভিত্তিক উত্তরপত্র  সমূহ পঞ্চম হইতে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের  আগামী মঙ্গলবার 11. 08 .2020 তারিখ মিড ডে মিলের দ্রব্যসমূহ গ্রহণ করিবার সময় বিদ্যালয়ে জমা দিতে হইবে। ছাত্র-ছাত্রীরা কোন অবস্থাতেই বিদ্যালয়ে আসিতে পারিবেনা। অভিভাবক ও অভিভাবিকা গন উত্তর পত্র সমূহ বিদ্যালয়ে জমা দেবেন।
প্রতিটি উত্তরপত্রে অবশ্যই ছাত্র-ছাত্রীদের নাম ,ক্লাস, রোল নাম্বার এবং বিষয় পরিষ্কার ভাবে উল্লেখ করিতে হইবে।
 অভিভাবকগণকে অবশ্যই অন্ততপক্ষে  প্রথম ও দ্বিতীয় অ্যাক্টিভিটি  টাস্ক সমূহের   সমস্ত বিষয়ের উত্তরপত্র লইয়া আসিতে হইবে। অভিভাবক  ও অভিভাবিকাগন উত্তর পত্র সমূহ জমা  দেওয়ার  পরেই মিড ডে মিলের দ্রব্যাদি সংগ্রহ করিতে পারিবেন। বিগত বার গুলির মত অভিভাবক ও অভিভাবিকা  গণ অবশ্যই মাস্ক পরিয়া বিদ্যালয়ে আসিবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখিয়া বিদ্যালয় কর্তৃপক্ষের সহিত  সহযোগিতা করিবেন।