Rules & Regulations

বিদ্যালয়ের কয়েকটি সাধারণ নিয়ম

  • প্রতিদিন শ্রেণীতে পঠন-পাঠন আরম্ভ হওয়ার আগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই প্রার্থনা সভায় ছাত্র-ছাত্রীদের যোগদান বাধ্যতামূলক।
  • শ্রেণীর শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্রেণী নায়ক এর নির্দেশ প্রত্যেক ছাত্র-ছাত্রী মেনে চলতে বাধ্য।
  • পঠন পাঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে শ্রেণী নায়ক বা শিক্ষকের নির্দেশমত প্রত্যেককে অংশ নিতে হবে।
  • ছাত্র-ছাত্রীগণকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শ্রেণীকক্ষ, বিদ্যালয় ভবন, বিদ্যালয় প্রাঙ্গন প্রভৃতি স্থান পরিষ্কার রাখতে ছাত্র-ছাত্রীগণকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
  • দিনপঞ্জী প্রতিদিন বিদ্যালয়ে আনা বাধ্যতামূলক। ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকলে পুনঃ উপস্থিতির প্রথম দিনে অনুপস্থিতির কারণ উল্লেখসহ অভিভাবকের স্বাক্ষর দিনপঞ্জীর নির্দিষ্ট পৃষ্ঠায় অবশ্যই থাকা চাই।
  • দিনপঞ্জী হারালে ১০ টাকা জরিমানা দিয়ে ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে হবে।
  • প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে নিয়মিতভাবে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে আসতে হবে। ছাত্রদের ক্ষেত্রে নীল রঙের প্যান্ট, সাদা শার্ট। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের সাদা জামা, নীল স্কার্ট। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নীল পাড় সাদা শাড়ি ও নীল ব্লাঊজ, এছাড়া সাদা সালোয়ার কামিজ ও নীল ওড়না পরতে পারে।
  • প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে অতি অবশ্যি ৭০% উপস্থিত থাকতে হবে। অন্যথায় পরীক্ষায় বসতে পারবে না।
  • প্রত্যেক দিন স্কুলে I-Card আনতে হবে।