
পঞ্চম হইতে অষ্টম শ্রেনী পর্যন্ত সকল ছাত্রীকে সাদা ফ্রক , লাল বেল্ট কোমরে, মাথায় লাল ফিতা এবং ব্যাজ লাগাইতে হইবে. ছাত্রীরা অবশ্যই বেনী বাঁধিয়া আসিবে। নবম হইতে দশম শ্রেনীর ছাত্রীদের লাল পাড় শাড়ী ও লাল ব্লাউজপরিতে হইবে এবং ব্যাজ লাগাইতে হইবে। যাহাদের চুল ছোট তাহারা মাথায় ফিতা জড়াইবে। নবম হইতে দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা বিকল্প পোষাক হিসাবে সাদা চুড়িদার ও লাল ওড়না ব্যবহার করিতে পারিবে (বিশেষ করিয়া সাইকেল আরোহী ছাত্রীরা)।
পঞ্চম হইতে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা প্রতিদিন লালটুপি পড়িয়া প্রার্থনা সারিতে আসিবে। শীতকালে পঞ্চম হইতে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা লাল সোয়েটার এবং লাল মাফ্লার ব্যবহার করিবে।