Admissions
স্কুলে ভর্তি হওয়ার নিয়মাবলী:-
. ১)পঞ্চম শ্রেণির এডমিশন সরকারি নির্দেশ নং No. 978-SE(EE)/10M-186/2010 Dated: 16/11/2018 অনুযায়ী হয়।
২) ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভর্তি সেই নির্দিষ্ট বৎসরের ছাত্র ছাত্রীদের সংখ্যার উপর স্কুল ম্যানেজিং কমিটি নির্ধারণ করে।
৩) একাদশ শ্রেণির কেবলমাত্র কলা বিভাগের ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এখানে কলা বিভাগের যে সমস্ত সাবজেক্ট গুলি আছেসেগুলির মধ্যে হল প্রথম ভাষা ,দ্বিতীয় ভাষা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ,দর্শন।