সালটা তখন 1971 হবে বা৺শলৈ ও তার আশেপাশের গ্রামের কিছু শিক্ষিত মানুষ যারা নিজেদের মধ্যে আলোচনা করে উদ্যোগ নিলেন যে এই প্রত্যন্ত এলাকায় কোন হাই স্কুল নেই তাই আমাদের এখানে যদি একটা হাই স্কুল হয় তাহলে এলাকার মানুষের শিক্ষার উন্নতি হবে। তাই তারা নিজেরা উদ্যোগী হয়ে প্রথমে জায়গায় এর জন্য বা৺শলৈ এর জমিদার কাছে যান। জমিদার ও ফজলে মোল্লা স্কুল তৈরির জন্য বর্তমান জায়গাটা স্কুলের নামে দান করেন। যেটা হচ্ছে বর্তমান বা৺সলৈব্রিজের কাছাকাছি বোলপুর রাজগ্রাম রোডের পাশে জায়গাটা। তারপর এলাকার মানুষের কাছ থেকে এবং জমিদারদের কাছ থেকেও অর্থ সাহায্য নিয়ে 1971সালে স্কুল বিল্ডিং তৈরি করা হয় । এবং জমিদার যোগেন্দ্র নারায়ণের নাম অনুসারে স্কুলের নামকরণ করা হয় রতনপুর যোগেন্দ্র নারায়ন ইনস্টিটিউশন। এলাকার থেকে পাঁচজন শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি নিয়ে স্কুল শুরু হয় । কিন্তু উনারা বিভিন্ন অসুবিধার কারনে উনিশশো বাহাত্তর সাল নাগাদ ছেড়ে চলে যান ।নতুন করে আবার তিন জন শিক্ষকের ব্যবস্থা করা হয় এই তিনজন হলেন এম ডি কামরুজ্জামান (প্রধান শিক্ষক) রমাপদ ঘোষ, কুমারীশ চন্দ্র সাহা ও হতেও পারে সপ্তম অষ্টম শ্রেণি শুরু হলে আরো তিনজন শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ , মোহাম্মদ মসিবুল্লাহ ও সমর কুমার চ্যাটার্জী সেইসঙ্গে স্কুল পরিচালনার জন্য শিক্ষা কর্মী হিসেবে অস্থায়ীভাবে আব্দুল হাসিব ও নৈশ প্রহরী নিয়োগ করা হয়। 1974 সাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি পড়ানোর অনুমোদন দেয় ও পরে 1980 সালে সপ্তম অষ্টম শ্রেণি পড়ানোর অনুমোদন দেয় ।2000 সাল নাগাদ স্কুল প্রথম মাধ্যমিক স্তরে ও 2016তে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।।