০১. শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।
০২. ক্লাস শুরু হবার ১৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
০৩. স্কুল চলাকালীন সময়ে অভিভাবকগণ শুধু অফিস কক্ষ ছাড়া স্কুলের অন্য কোথাও যাওয়া নিষেধ।
০৪. পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে।
০৫. ব্যক্তিগত খেলার সরঞ্জাম বিদ্যালয়ে আনা যাবে না।
০৬। সহাপাঠিদের প্রতি সহনশীল থাকবে।
০৭. বিদ্যালয় চলাকালীন সময়ে অকারণে শ্রেণী কক্ষের বাইরে থাকা নিষেধ।
০৮. বিদ্যালয়ের সকল আসবাপত্রের প্রতি যত্নবান হতে হবে। কেউ ক্ষতিসাধন করলে ক্ষতিপূরণ দিতে হবে।
০৯. বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী অশালীন পুস্তক/ছবি/চাকু/ব্লেড ইত্যাদি আনা সম্পূর্ণ নিষেধ। উক্ত সরঞ্জাম যে কোন একটি আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০. যে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অভিভাবকগণ প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
১১. । বহিরাগত কোন বন্ধু বান্ধব নিয়ে কোন ছাত্র/ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না।
১২. কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন-মোবাইল ফোন, ল্যাপটপ ক্যামেরা বা কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট দামী অলঙ্কার সোনার আংটি, দামি ঘড়ি আনতে পারবে না।
১৩. পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক ।
১৪. কোন অবস্থাতেই পিতা/মাতা/মনোনীত অভিভাবক ব্যতীত অন্য কারো সাথে ছাত্র-ছাত্রীকে স্কুল ত্যাগ করতে দেওয়া হবে না।
১৫. স্ব স্ব ধর্মের বিধি বিধান মেনে চলতে হবে এবং পারস্পরিক সকল ধর্মের প্রদি শ্রদ্ধাশীল থাকবে।
১৬। জাতীয় সংগীতের ভাবার্থ উপলদ্ধি করে নিজের জীবনে প্রতিষ্ঠা করবে।
১৭। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।
১৮। মাতৃভাষা, মাতৃভূমি ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে উদ্ধুদ্ধ করতে হবে।
১৯। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করবে।
২২। দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আদর্শ সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হবে।
২৩। সৎচিন্তা করবে, সৎপথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা ও প্রতিহত করতে চেষ্টা করবে।
২৪। অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে, হতাশ হবে না, জীবনে সফলতার জন্য সৃষ্টিকর্তার প্রতি ভরসা, সাহায্য প্রার্থনা ও সাধনা করবে।